Posts

Showing posts from January, 2023

হোক বসতি আমার তোমার চরণে - সদগুণ কেশব দাস

Image
  হোক বসতি আমার তোমার চরণে হোক বসতি আমার তোমার চরণে  ওহে প্রিয় গুরুদেব  ওহে শ্রীল গুরুদেব  জনম জনম ভ্রমিয়া ভ্রমিয়া  কত দুঃখ কষ্ট পায়  তব কৃপা হইলে পেলে হরিনাম  পরম আনন্দে গায়  হোক বসতি আমার তোমার চরণে  ওহে প্রিয় গুরুদেব  ওহে শ্রীল গুরুদেব  নাহি চাহি স্বর্গ সুখ  তোমার চরণ বিনে  দেহু দেহু মতি তব পদে গতি এই জীবনে মরণে হোক বসতি আমার তোমার চরণে  ওহে প্রিয় গুরুদেব  ওহে শ্রীল গুরুদেব  আর কত জনম জ্বলিব প্রভু বিষয়েরও আগুনে ত্যাজিয়া আপন সুখ অভিপ্রায় শ্রীকৃষ্ণ ভজিব কেমনে হোক বসতি আমার তোমার চরণে  ওহে প্রিয় গুরুদেব  ওহে শ্রীল গুরুদেব  কাছে থাকিয়াও দূরে দূরে রও এই চঞ্চল মনের স্বভাব গুরু আজ্ঞা কবে সেবিব আমি ঘুচিবে কৃষ্ণ অভাব হোক বসতি আমার তোমার চরণে  ওহে প্রিয় গুরুদেব  ওহে শ্রীল গুরুদেব  বপু হোক তা কিবা বাণী  জীবনেরও লক্ষ্য মানী আপনার সেই দেখানো পথে নিজের সদা জানি হোক বসতি আমার তোমার চরণে  ওহে প্রিয় গুরুদেব  ওহে শ্রীল গুরুদেব  এই হৃদয় রাজ্যের রাজা হে মহারাজ আমার অন্তর্যামী কলিহত এই জীবেরে স্বামী দেখাও আগামী শিবুর প্রণতি তোমার চরণে মিনতি একটি করি তব কৃপা হলে দিলে হরিনাম জপিতে আমি পারি। হোক বস

Farming Life of Sadguna Kesava Das | Sadguna Kesava Das

Image
#SadgunaKesavaDas #Sadguna #farminglife Srila Prabhupada Quotes about Farming: #01: Yes. The farm project... Even some hundreds of years, it was so nice. Even there was war, they would not attack the farmers. Morning Walk -- (World War III) -- April 4, 1975, Mayapur: #02: Yes, increase farm projects. It is very nice project. Self-dependent. Very good. Kṛṣṇa personally, He lived in village, farm, cows, calves, land, Govardhana Hill. It is very nice. Garden Conversation -- June 14, 1976, Detroit: #03: In your country, we increase this farm project any unlimited number... So much land is lying vacant. We can utilize the wood for constructing residences. And as soon as the jungle is clear, we can utilize it for growing food and keeping cows, as exactly they are doing in New Vrindaban. Room Conversation -- January 4, 1977, Bombay: #04: Now, my project is that we shall actually give them food, shelter and... And cloth, whatever primary necessities and simple living, and let them c

গিরি গোবর্ধন ভয়েসে আমাদের কৃষি সেবা | GGD FARMING | Sadguna Kesava Das

Image