শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী অষ্টকম্ | Jayapataka Swami Ashtakam Bangla

শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী অষ্টকম্ | Jayapataka Swami Ashtakam Bangla যস্য হৃদয়ে গৌর নিতাই বাসঃ যঃ ধামদায়ায়ঃ বিতরণ কর্তা যঃ মহাপ্রভুঃ নিত্য পার্ষদঃ তস্মৈ জয়পতাকা স্বামিনে নমঃ। যাঁর হৃদয় শ্রী শ্রী গৌরনিতাই এর লীলাভূমি, ধামের কৃপা যিনি অকাতরে বিতরণ করেন এবং যিনি স্বয়ং শ্রীচৈতন্য মহাটপ্রভুর নিত্যপার্ষদ, সেই শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের চরণকমলে আমি প্রণতি নিবেদন করি। প্রভুপাদস্য আধ্যাত্মিকপুত্রঃ, নির্দেশনমঃ পালনে নিমগ্নঃ অভিয়ানস্য বিজয়া ধ্বজারূপমঃ তস্মৈ জয়পতাকা স্বামিনে নমঃ। শ্রীল প্রভুপাদের প্রিয় পারমার্থিক পুত্র, সর্বদাই তাঁর নির্দেশনাবলি পালনে ব্যস্ত, কৃষ্ণভাবনামৃত আন্দোলনের বিজয়ধ্বজা স্বরূপ, সেই শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের পাদপদ্মে আমি প্রণতি নিবেদন করি। নিতাই কৃপায়ঃ বিতরকঃ চৈতন্যলীলাঃ বাচকঃ গৌরভাবনামৃতস্য প্রচারকঃ তস্মৈ জয়পতাকা স্বামিনে নমঃ। নিতাই কৃপা বিতরণকারী, শ্রীচৈতন্য লীলা সুবক্তা, যিনি গৌরভাবনামৃতের উদার প্রচারক, সেই শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের পাদপদ্মে আম...